দুরন্ত প্রকাশ ডেস্ক :
তিন দফায় নয়দিনের পর এবার অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সাইফুল ইসলাম।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় গত ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। এরপর আরো দুই দফায় তিনদিন করে গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছয়দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন।