ফেসবুক ভিত্তিক মানবিক সংগঠন ‘ঝিনেদার আঞ্চলিকা ভাষা ফাউন্ডেশন’ করোনা ভ্যক্সিন প্রদানে ফ্রি রেজিষ্ট্রেশন সেবা শুরু করেছে। বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের একটি সাইবার টিম। টিমের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু। এ সময় সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম টেটো, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জাম্মিম সবুজ ও ক্রিড়া সম্পাদক সুরভী রেজা উপস্থিত ছিলেন। প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আগামী দিনে যে গনহারে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে এই রেজিষ্টেশন সেবা তাদের উপকারে আসবে। রেজিষ্ট্রেশন করা থাকলে তারা দ্রুত শরীরে টিকা নিতে পারবেন বলে জানান আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সাইবার টিমের সদস্য সাইদুল ইসলাম টিটো ও সাইফুল ইসলাম লিকু। এদিকে সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন তার মানবিক কর্মকান্ড দিয়ে ইতিমধ্যে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।