Header Border

ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৬১°সে

আন্তর্জাতিক শান্তি সংস্থা গ্লোবাল পিস চেইনের বৈশ্বিক শান্তি দূত হলেন কুষ্টিয়ার এ্যাড. পলল

ঝিনাইদহ প্রতিনিধি:

আন্তর্জাতিক পরিমন্ডলে স্বনামধন্য ও কার্যকরী এ সংগঠন- “গ্লোবাল পিস চেইন” একটি আন্তর্জাতিক সংস্থা, যা শান্তি বাস্তবায়নে কাজ করছে বিশ্বের ১৩৬ টি দেশ, ৩,৯০০ জন সংগঠক ও দূত এবং ৩৩ টি আন্তর্জাতিক সংস্থার পার্টনার নিয়ে। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য দ্বন্দ্ব সংঘাতময় বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের নিয়ে সমগ্র বিশ্বে স্বেচ্ছাসেবার মাধ্যমে শান্তি স্থাপন করা। পাশাপাশি বিশ্বের ক্ষতিকর ইস্যু গুলো নিয়ে তরুণদের ভাবনা ও পরামর্শগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা।

বাংলাদেশে জাতিসংঘের নির্ধারিত এসডিজি অর্জনে কমিউনিটিভিত্তিক কার্যক্রমগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয় করার কাজগুলো এগিয়ে নিতেই প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠকদেরকে যুক্ত করা হয়েছে গ্লোবাল পিস চেইনের বাংলাদেশ চ্যাপ্টারে। বাংলাদেশের পূণ্যভূমি সিলেটের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজসেবক মাহাতাবুল ইসলাম উদয় কান্ট্রি ডিরেক্টর হিসেবে একটি বোর্ড গঠনের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিগত ২৬ শে জুলাই, ২০২৪ ইং কুষ্টিয়ার তরুণ আইনজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললকে কুষ্টিয়ার সমাজসেবায় এক যুগ প্রশংসনীয় কার্যকর ভূমিকা ও করোনাকালীন দায়িত্বশীল কর্মকান্ড পালনের জন্য ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত, ২ বছরের জন্য “গ্লোবাল পিস অ্যাম্বাসেডর” হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য যে অ্যাডভোকেট পলল ২০১০ সালের ১১ই সেপ্টেম্বর ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কালপুরুষ (কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ) নামক যুব সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরম্ভ করে এবং ২০১১ সালের ডিসেম্বরে তরুণ প্রজন্মের শিল্প ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে কুষ্টিয়া ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। অত:পর ২০১৫ সালের ১৬ই আগষ্ট কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে খুলনার শিশু রাজনের চাঞ্চল্যকর নির্যাতন ও হত্যার প্রতিবাদে ২০ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করে অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে।

এরই ধারাবাহিকতায় ১৬ই আগষ্ট ২০১৫ সালে শিশু নির্যাতনের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার সময়ই বিশিষ্ট লেখক ও গবেষক এবং দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমানকে আহবায়ক এবং মো: মুহাইমিনুর রহমান পললকে সদস্যসচিব করে প্রতিষ্ঠা করা হয় “সম্মিলিত সামাজিক জোট”।

আরোও উল্লেখ্য যে, জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে শতাধিক স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দিয়ে করোনাকালীন সরকারি সেবায় সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা রাখে সম্মিলিত সামাজিক জোটের সংগঠকবৃন্দ। স্বেচ্ছাসেবা কার্যক্রমে কুষ্টিয়ার সামাজিক কর্মী সংগঠকদের উদ্বুদ্ধ করতে এবং সঠিক দিক নির্দেশনায় গঠনমূলক কার্যক্রমে অগ্রগামী হওয়ার সহায়তা প্রদানের জন্য ও স্বেচ্ছাসেবকদের অধিকার আদায়ের লক্ষ্যে বর্তমানে প্রায় অর্ধ শতাধিক সংগঠন সম্মিলিত সামাজিক জোটে অন্তর্ভুক্ত হয়ে একত্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সম্মিলিতভাবে।

তাছাড়াও রাজশাহীতে চাঞ্চল্যকর তন্বী হত্যা, বাউলদের উপর হামলা, নারী সহিংসতা, সমাজসেবকদের উপর হামলা, পবিত্র আল কোরআন পোড়ানো, নবী করিম হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিভিন্ন সময় জনসাধারণের সম্পৃক্ততায় প্রতিবাদী এবং সোচ্চার ভূমিকা পালন করেন এ্যাড. পলল।

এছাড়াও এ্যাড. পলল বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের নির্বাচিত আইন সম্পাদক হিসেবে কাজ করছে ২০২৩ সাল থেকে, একই সংগঠন ইতিপূর্বে খুলনা বিভাগীয় সদস্য সচিব নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন নিষ্ঠার সাথে। আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত “আইনজীবী সুরক্ষা আন্দোলন” এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা বার ইউনিটের সদস্য সচিব হিসেবে যুক্ত আছেন।

পাশাপাশি সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক এবং থানাপাড়া ঈদগাহ কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন সততা ও নিষ্ঠার সাথে।

এ্যাড. পলল তার ১৪ বছরের সাংগঠনিক ক্যারিয়ারে সর্বপ্রথম ২০১১ সালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবে ততকালীন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নিকট থেকে সেরা সংগঠকের পুরষ্কার লাভ করে, এরপর ধারাবাহিক ভাবে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেন।

করোনা কালীন বিশেষ অবদানে কুষ্টিয়া পৌরসভার সম্মানিত মেয়র আনোয়ার আলী ও মানুষ মানুষের জন্য সংগঠনের কোভিড যোদ্ধা এওয়ার্ড অর্জন করেন। সর্বশেষ ২০২২ সালের ১৬ই এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে পর্যটন কর্পোরেশনের অডিটোরিয়াম অনুষ্ঠিত সার্ক কালচারাল সামিটে সমাজসেবা ক্যাটাগরিতে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডের আয়োজনে ‘সার্ক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল এবং ২৮ শে জুলাই, কলকাতার বেদিক ভিলেজ এন্ড রিসোর্টে অনুষ্ঠিত ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল কতৃক আয়োজিত “ইন্টারন্যাশনাল পিস সামিটে” ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ডে ভূষিত হন।

প্রতিবেদকের কাছে এই সম্মানিত নিয়োগ প্রাপ্তির অনুভূতির বর্ণনায় তিনি বলেন, কুষ্টিয়ার ছাত্র ও যুব উন্নয়ন এবং প্রেরণামূলক ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে কুষ্টিয়ায় স্বাধীনতার স্বপক্ষের একটি আদর্শিক প্রজন্ম গড়ে তুলতে মাঠকর্মী হিসেবে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, প্রতিটি প্রাপ্তিই প্রেরণার উৎস। এমন আন্তর্জাতিক সম্মাননা আমাদের কাজের ক্ষেত্রে আরও মনোবল বাড়িয়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কুষ্টিয়ার মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস
কুষ্টিয়ায় পরিবহনশ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ
সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন রিমান্ডে
সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন আটক
কোম্পানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্তার বিষয়ে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আরও খবর