রোববার তালেবান কাবুল দখলের দিনই আফগানিস্তান ছেড়েছেন আজমল আহমাদে। সোমবার টুইটারে পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।
তিনি জানিয়েছেন, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোনো ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।
আফগানিস্তানে যা কিছু ঘটেছে, সেজন্য আফগান সরকারকে তিনি দায়ী করেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ।’
এদিকে কাবুল থেকে ১৩০ জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান। এর আগে সোমবার রাতে আরও একটি বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, কাবুল থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্য কূটনৈতিক কর্মীদের নিয়ে মঙ্গলবার একটি বিমান পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবতরণ করেছে। এর কয়েক ঘণ্টা আগে কাবুল থেকে ভারতীয় ওই বিমানটি যাত্রা শুরু করেছিল।