তিনি বলেন, ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়ার যুদ্ধাপরাধের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কিন্তু তারা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে নীরব।

পোর্টিয়াস প্রশ্ন তোলেন, গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতি মানার জন্য ইসরায়েলি শাসকদের কাছে স্পষ্ট আহ্বান কোথায়? গাজা নিষ্ঠুর কঠোরতার মধ্য দিয়ে ১৬ বছর ধরে অবরুদ্ধ। এর স্পষ্ট নিন্দা কোথায়? তাদের অবরুদ্ধ করে রাখা চরম শাস্তি। এটিও যুদ্ধাপরাধের সমান।

পশ্চিমা রাষ্ট্রগুলোর ভণ্ডামি এবং দ্বিমুখী নীতি এখন স্পষ্ট বলেও মনে করেন হিউম্যান রাইটস ওয়াচের এই কর্মকর্তা।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে টানা ১৪ দিন ধরে গাজায় বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রায় ৪ হাজার নিরীহ মানুষের মৃত্যু হলেও উল্টো ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে যান সমর্থন জানাতে।