বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইলেকশনে অংশ নেওয়া আপনার অধিকার। এটা কারও দয়া নয়। তবে আপনি (নির্বাচনে) না এলে আমি কী করব? কেউ নিজের অধিকার যদি প্রয়োগ না করে, সেটার জন্য তারা দায়ী।’

আজ বুধবার সকালে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে।’

বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘খুনের মামলা, অস্ত্র মামলার আসামিদের আটক করা কি অপরাধ? সুনির্দিষ্ট অভিযোগ আছে। অগ্নিসন্ত্রাস, ভাঙচুরের মামলায় যারা জড়িত তাদের বিষয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। তাদের গ্রেপ্তারি পরোয়ানা নতুন করে নয়।’