করোনার সংক্রমন রোধে ঝিনাইদহ জেলা প্রশাসন সাতদিনের জন্য বিশেষ বিধি নিষেধ জারি করেছে। আগামি শনিবার (১৯ জুন) থেকে ঝিনাদহ সদর পৌরসভাসহ জেলার ৬টি পৌর এলাকায় এই বিশেষ বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যানের্য মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা, সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা (রাজস্ব)সহ কমিটর সদস্যবৃন্দ।বিধি নিষেধের মধ্যে রয়েছে বিকাল ৫টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল প্রকার সমাবেশ, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। পৌর এলাকার মধ্যে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দুরপাল্লার যানবাহন চলবে, পন্য পরিবহণ ও ব্যক্তিগত গাড়ি চলবে। প্রয়োজন ছাড়া বাইবে বের না হওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাস্ক বাদে স্বাস্থ্যবিধি ছাড়া বাইরে বের হলে অধিক জরিমানা বিধান রাখা হয়েছে। এ সংক্রান্তে জনসচেতনতায় দিনভর মাইকে প্রচার প্রচারনা অব্যহত থাকবে।