ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গে চায়না বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। চায়না বেগম উপজেলার সানবান্দা গ্রামের মৃত মতলেব হোসেনের স্ত্রী। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস.এম আহসান হাবীব সাংবাদিকদের জানান, গত ৭ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এ সময় তার শ্বাসকষ্ট ছিল। হঠাৎ শুক্রবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করার আধাঘন্টা পর তিনি মারা যান।