ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১০ নং কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের গৌরিনাথপুর গ্রামের আলা মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন (২৮) করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে শনিবার রাত ৯টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উজ্জ্বল হোসেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে কাষ্ঠভাঙ্গা বাজার শাখায় চাকরী করতেন। স্থানীয়ভাবে খবর নিয়ে জানা যায় উজ্জ্বল গত কিছুদিন ধরে জ্বর ও শরীরে ব্যাথা নিয়ে অসুস্থ ছিলেন। বিষয়টি উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যরা তেমন গুরুত্ব না নিয়ে জ্বরের চিকিৎসা সংক্রান্ত ঔষধ পত্র সেবন করেন। কিন্ত শুক্রবার থেকে পাতলা পায়খানা ও শ্বাস কষ্ট শুরু হলে জরুরী ভিত্তিতে তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
করোনা ইউনিটে ভর্তি অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে এবং আজ রাত ৯টা ১০ মিনিটে পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে উজ্জ্বল পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেন।
উজ্জ্বলের মৃত্যুতে কাষ্ঠভাঙ্গা,গৌরিনাথপুর সহ বারোবাজারের তাঁর পরিচিত মহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।