ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা প্রতিরোধে কাঁচা বাজার ও মাছ বাজার গুলো হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে। ২ জুলাই শুক্রবার থেকে এইসব কাঁচা বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং করোনা ভাইরাস বিস্থার রোধকল্পে কোটচাঁদপুর বাজার কমিটির উদ্যোগে কাঁচা বাজার কোটচাঁদপুর হাইস্কুল মাঠে স্থানান্তর করেছে প্রশাসন।
পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত, কাঁচা বাজার কোটচাঁদপুর হাইস্কুল মাঠে থাকবে, দেশে ২য় ঢেউ করোনাভাইরাস বিস্তার লাভ করেছে, তাতে করে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে ভাইরাস আমাদের দেশে মহামারী ধারণ করতে পারে।