ঝিনাইদহের কোটচাঁদপুরে এনজিও’র কিস্তি আদায়ে গ্রাহকের বাড়িতে যাওয়ায় বিজ নামে এক এনজিও শাখা ব্যবস্থাপকের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় বুধবার (২৫ আগষ্ট) ওই গ্রাহক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগী এনজিও কর্মকর্তা।
থানা সূত্রে জানা যায়, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কোটচাঁদপুর শাখা হতে পৌর শহরের নওদাগা গ্রামের আয়ুব আলীর স্ত্রী জোসনা খাতুন গত ২০-১১-২০২০ তারিখে এক লক্ষ টাকা লোন উত্তোলন করেন। পরে নিয়মিত লোনের কিস্তির টাকা প্রদান না করায় মঙ্গলবার (২৪ আগষ্ট) শাখা ব্যবস্থাপক আজিজুর রহমান ফিল্ড অফিসার সহ তার বাড়িতে যায়। এসময় গ্রাহককে বাড়িতে না পাওয়ায় একই তারিখ সন্ধায় তার বাড়িতে যায়। এসময় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে গ্রাহকের সঙ্গে এনজিও কর্মীদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে গ্রাহকের স্বামী নওদাগা গ্রামের আবুল সরদারের ছেলে আয়ুব আলী (৫০) ও তার ছেলে সোহাগ (২৬) বাশেঁর লাঠি দিয়ে শাখা ব্যবস্থাপক আজিজুর রহমানের মাথায় আঘাত করে গুরতর জখম করে। এনজিও কর্মীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এঘটনায় বুধবার বিজ এনজিও’র ঊর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে শাখা ব্যবস্থাপকের পক্ষ হতে অভিযুক্তদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে থানায় নেয়া হয়েছে। সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।