ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৯ই আগস্ট) বিকাল সাড়ে তিন টার সময় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি নজরুল ইসলাম দৈনিক মানবজমিন, সাধারণ সম্পাদক কাজী মৃদুল দৈনিক কালের কন্ঠ, কামাল হাওলাদার দৈনিক ভোরের কাগজ, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার দৈনিক তথ্যনুসন্ধান, সাংবাদিক ইউনিয়ন কোটচাঁদপুরের সভাপতি এস এম রায়হান উদ্দিন দৈনিক আলোকিত বাংলাদেশ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন দৈনিক আমার সংবাদ। কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক রমজান আলী সাপ্তাহিক অগ্রযাত্রা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম দৈনিক নবচিত্র, কার্যনির্বাহী সদস্য খালেদুর রহমান দৈনিক আমাদের সংবাদ, সদস্য আব্দুল করিম। কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অশক দে দৈনিক সংবাদ, সাধারণ সম্পাদক সুব্রত, ফারুক আহম্মেদ মুকুর দৈনিক মাথাভাঙ্গা, সাংবাদিক আব্দুর রউফ দৈনিক প্রতিদিনের কথা প্রমুখ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এসময় কোটচাঁদপুর উপজেলার সকল প্রকার অন্যায় অবিচার রুখতে সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।