কোটচাঁদপুরে নবাগত উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দেলোয়ার হোসেন কে মঙ্গলবার সকালে ফুলের শুভেচ্ছা জানান কোটচাঁদপুর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি। উল্লেক্ষ গত বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলার নির্বাহী কার্যালয়ে এসে দায়িত্বভার গ্রহন করেন। তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের স্থলাভিষিক্ত হলেন। দেলোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অর্নাস মাষ্টারর্স ডিগ্রি অর্জন শেষে বিসিএস ৩৩ তম ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা হন। এর আগে তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায় দীর্ঘ ১ বছর ২৬ দিন নির্বাহী কর্মকর্তা হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার হোসেন এর বাড়ি কুমিল্লা জেলায়।