ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে বদিউজ্জামান ঠান্ডু (৩৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (২২ আগস্ট) সন্ধায় উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত ঠান্ডু একই গ্রামের মাঠপাড়ার বদর উদ্দীনের ছেলে।
জানা যায়, রবিবার সন্ধায় ইলেকট্রিক মিস্ত্রি বদিউজ্জামান ঠান্ডু একই গ্রামের মৃত আফসার ধাবকের ছেলে শাহাবুরের বাড়িতে ইলেট্রিকের কাজ করছিল। এসময় সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরতর আহত হয়।
খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।