ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার এ দূর্যোগ মুহূর্তে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
শুক্রবার (২ই জুলাই) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস সি আব্দুর রশিদ এর চেম্বারে তার হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
উল্লেখ্য যে, তিনি পর্যায়কক্রমে আরও অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে করোনা মহামারীর এই দুঃসময়ে কোটচাঁদপুরের সকল বিত্তবানদের করোনা রোগীদের বিভিন্নভাবে পাশে দাড়ানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ সোহেল আরমান, প্যানেল মেয়র( ২)ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর মাহাবুব খান হানিফ, সুব্রুত চক্রবর্তী, খায়রুল ইসলাম, সোহেল আল মামুন, রকিব উদ্দীন, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাংবাদিক কাজী মৃদুল সহ স্থানীয় সুধীজন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।