করোনাকালীন সময় করোনা সংক্রমণ রোধে মানবতার সেবায় নিয়োজিত
কোটচাঁদপুর-জনমানুষের প্রাণপ্রিয় নেতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃশাহাজান অালীর উদ্যোগে করোনার এ দূর্যোগ মুহূর্তে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে রবিবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বি সি অাই সি সারের ৬ টি ডিলারের মাধ্যমে ৪ টি এবং সার ব্যাবসায়ী মোঃ কিতাবুল হক ১ টি মোট ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রশিদ সহ স্যার ব্যবসায়ী, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ
উল্লেখ্য যে, পর্যায়কক্রমে আরও অক্সিজেন সিলিন্ডার ও ঔষুধ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে করোনা মহামারীর কোটচাঁদপুর উপজেলার বিত্তবানদের করোনা রোগীদের বিভিন্নভাবে সাহায্য নিয়ে পাশে দাড়ানোর আহ্বান জানান।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কোটচাঁদপুর উপজেলা বাসি কঠোর লকডাউনের মধ্যে করোনাকালীন সময় করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য।