নির্বাচনী প্রচার প্রচারনা অংশ হিসেবে মাগুরা পৌর সভার শান্তিবাগে আজ বুধবার সকালে পথসভা করেন মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাকিবকে দেখতে ভিড় করে।
এসময় সকলের উদ্দেশ্যে সাকিব আল হাসান বলেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের সুযোগ দিবেন। আপনাদের সুখে দুখে পাশে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ অন্যান্য বারের চেয়ে এবার নৌকা মার্কায় বেশি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। ভোটের দিন সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের অগ্রযাত্রাতে অব্যাহত রাখবেন।
এসময় পথসভায় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আজ দুপুরে জেলা যুবলীগের আয়োজনে পথসভা ও সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভা, পৌরসভার ৪ নং ওয়ার্ড এর পাল্লা গ্রামের মৃত মতলেব হোসেন খানের বাড়িতে উঠান বৈঠক করেন সাকিব আল হাসান।