জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান তৃতীয় বর্ষের (৪৬ ব্যাচ) চুড়ান্ত পরীক্ষা নেওয়ারসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুন) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছিলো।
তাদের দাবিগুলো হলো- পূর্বের ঘোষণা অনুযায়ী ঈদুল আযহার পূর্বেই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা সম্পন্ন করা, উল্লেখিত পরীক্ষার সময়সূচি আগামী ১৪ জুনের কার্যদিবস শেষ হওয়ার পূর্বেই প্রকাশ করা, চতুর্থ বর্ষের সকল ক্লাস ৩০ নভেম্বরের আগে শেষ করা ও চতুর্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষা এবছরের ডিসেম্বর মাসে শুরু করা।
এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান ইমাম অনশন থেকে সরে আসতে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। তবে দাবি না মানলে অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সহযোগী অধ্যাপক মো. হাসান ইমাম বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন অযৌক্তিক। বিভাগের একাডেমিক কমিটির সভা সবেমাত্র শেষ হয়েছে। সভার সিদ্ধান্ত জানার পরে পরীক্ষা কমিটি পরীক্ষাসূচি নির্ধারণ করবেন। যতদ্রুত সম্ভব বিভাগের সকল ব্যাচের স্থগিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো।
এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই আমরা পদক্ষেপ নিয়েছি। আজ বিভাগের শিক্ষাপর্ষদের সভা হয়েছে। পরীক্ষা কমিটি দ্রুত পরীক্ষার সূচি ঘোষণা করবে। এখন শিক্ষার্থীরা হয়ত হতাশা থেকে এমন কাজ করছে। শিক্ষার্থীদের কাছে বিভাগের শিক্ষার্থীকল্যাণ উপদেষ্টাসহ অন্য শিক্ষকরা গিয়েছেন।