র্সাবিক মানব উন্নয়ন এর লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মাহাবুব রহমান খান ফারুক মাষ্টার ভোটারদের বাড়িতে গিয়ে ভোট দিতে জামালপুর ইউনিয়ন এর প্রতিটি মানুষের কাছে একটা ভোট দিতে আহব্বান জানান, তিনি আমাদের প্রতিবেদকের সঙ্গে একান্ত স্বাক্ষাতকারে বলেন আমার এলাকার বিগত বছরের অসম্পাত কাজগুলো করে যেতে চাই, এলাকার উন্নয়ন করলেই হবেনা, মানব সম্পদের এবং সমাজের চিত্র পালটাতে চাই, মসজিদ, মাদ্রাসা,বিদ্যালয়,কলেজ,ও রাস্তাঘাট মন্দির এর অবকাঠামো উন্নয়ন করলেই হবেনা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করারলক্ষ্যে আমি বিগত বছরগুলোতে আমার এলাকার জন্য মেম্বারদের নিয়ে জামালপুর ইউনিয়ন কোন জুয়া,মাদক, জমির পাওয়ার, জোর দখল করতে দেই নাই, চাঁদাবাজী বন্ধ করতে পেরেছি, আমি আমার এলাকার ভোটারদের একটা বিষয় বলতে চাই জননেত্রী শেখ হাসিনারসঙ্গে আমাদের কালীগঞ্জের গর্ব ও অবিভাবক জনাব মেহের আফরোজ চুমকি আাপার হাত ধরে বিভিন্ন উন্নয়ন শতভাগ করেছি, এটাই আমার এলাকার জন্য স্বার্থকতা,আমি নিরলশ ভাবে আমার এলাকার উন্নয়ন শতভাগ সাফল্য অর্জন করতে পেরেছি, আমি জামালপুর ইউনিয়ন পরিষদকে একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে জনগণকে উপহার দিতে চাই। বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই এজন্য আল্লাহ আমাকে জনগণের একজন সেবক হিসেবে আমাকে বিগত সময়ে নির্বাচিত করেছেন,আমি আমার এলাকার উন্নয়ন জন্য আমি কাজ কতটুকু করতে পেরেছি তা আগামী ২১শে জুন রোজ সোমবার আসন্ন নির্বাচনে আমাকে উন্নয়ন এর লক্ষ্য আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আমাকে পুনরায় নির্বাচিত করবে, এটাই আমার বিশ্বাস, আমি বিগত সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইউনিয়ন ভিজিএফ কার্ড,বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতা কার্ড,প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড দিয়ে কোন অর্থ বিনিময় এর বিনিময় করি নাই ,আমি সরকারের উন্নয়ন শতভাগ সাফল্য অর্জন করতে পেরেছি, আমি আমার এলাকার উন্নয়ন এর জন্য আমি বিগত বছরগুলোতে কাজ কতটুকু করতে পেরেছি তা আগামী প্রজন্মের আগতরা বলতে পারবেন, আমি আমার অতীত এর ভুল গুলো কে ক্ষমা করবেন এবং আবারও নৌকার মাঝি হিসেবে জননেত্রী শেখ হাসিনা আমাকে জনগণের কাছে উপহার হিসেবে পাঠিয়েছেন, নৌকা প্রতিক আমার ব্যক্তিগত না,নৌকা উন্নায়ন সরকারের প্রতিক,নৌকার বিজয় হলে উন্নয়ন অব্যহত থাকবে, তাই সকলে আবারও আমাকে নৌকায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন ইনশাআল্লাহ, বিজয় নৌকার হবে।