ঝিনাইদহের শৈলকূপায় দিনেদুপুরে গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির সময় মনজেল (১৯) নামে একজন আটক করেছে স্থানীয়রা। সোমবার তিনটার দিকে তাকে কবিরপুর সিটি কলেজ মোড় থেকে আটক করা হয়। আটককৃত মনজেল উপজেলার উমেদপুর ইউনিয়নের ষষ্ঠীবর পার্বতীপুর গ্রামের মাহাবুব হাসান মিলন এর ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, এক সেনা সদস্য তার পালসার মোটরসাইকেলটি মেরামত করার জন্য কবিরপুর জামাল অটোতে নিয়ে যায়। মোটরসাইকেলটি মেরামত করে গ্যারেজের সামনে রাখলে সেখান থেকে মনজেল নামের ওই ছেলেটি ফ্লিমিস্টাইলে স্টার্ট অবস্থায় থাকা গাড়ি নিয়ে সটকে পরে। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করেন। ধাওয়া করার একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় কবিরপুর সিটি কলেজের মোড় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করে রাখে স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।