দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে করোনার ভাইরাসের টিকাদান কর্মসূচির ধারাবাহিকতায়, ঝিনাইদহ সদর উপজেলার ০৬ নং গান্না ইউনিয়নের জনগনের স্বাস্থ্য সুরক্ষার্থে করোনার ফ্রি নিবন্ধনের পর টিকাদান কর্মসূচি চালু হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকার সময় রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। সেসময় উপস্থিত ছিলেন ৬ নং গান্না ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ ওবায়দুল হক রিপন। ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা বৃন্দ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ইকরামুল হোসেন এলাহী,আব্দুর রশীদ, শাবুসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। টিকাদান কর্মসূচি উদ্বোধনীকালে ৭০০ টিকা প্রদান উপলক্ষ্যে এই কার্যক্রম শুরু করেন তিন টি বুথের মাধ্যমে।