সদর উপজেলার ১৩ নং ফুরসন্দী ইউনিয়ন পরিষদের ১০০জন চা দোকানীর মাঝে ১০ কেজি চাল,১ কেজি তেল,১ কেজি ডাল,২ কেজি আলু,৫০০ গ্রাম লবণ বিতরণ করা হয়। চা দোকানীর মাঝে খাবার (তুলে দেন )বিতরন করেন চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মালেক মিনা। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,ইউপি সচিব মোঃরবিউজ্জামান, নারী সাংবাদিক ময়না খাতুন,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শাহেদ, প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, ইউ পি সদস্য,মোফাজ্ঝেল হোসেন,কুকাব মণ্ডল, আসাদুজ্জামান, মোফাজ্জেল হোসেন, আকমল হোসেন, শিরীন শীলা, আরজিনা খাতুন,সুবর্ণা রানী,মেম্বর গন,ভূমি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের সহ সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। চা দোকানীরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশি।