ঝিনাইদহের শৈলকুপায় ১ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শৈলকুপা থানা সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার গাড়াগঞ্জ লোহার ব্রীজের কাছ থেকে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে ।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর রিফুজিপাড়া’র জালাল উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪০), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মৃত শমসের মন্ডলের ছেলে জানিক মন্ডল (৪৫) শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে পিকুল হোসেন ও শৈলকুপা উপজেলার শহিদনগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ওহাব মোল্লা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।