জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী নব্বই হাজার গ্রামে বৃক্ষরোপণ অভিযানের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সোমবার বেলা ৩টায় ঝিনাইদহ আনসার ও ভিডিপি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ঝিনাইদহ জেলাব্যাপি বৃক্ষরোপণ অভিযানে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঝিনাইদহের ০৬ উপজেলার কর্মকর্তাদের মাধ্যমে আনসার ভিডিপির সদস্য ইউনিয়ন দলনেতা-নেত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের মোট ২৪০০ চারা বিতরণ করা হচ্ছে। বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি’র উপপরিচালক ও ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান। প্রধান অতিথি উপস্থিত ইউনিয়ন দলনেতা দলনেত্রীদের হাতে গাছের চারা তুলেদেন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকতা মোঃ ফরহাদ, ট্রেনিং ইন্সট্রাক্টর সোনালী খাতুন ও সাগর হোসেন সহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।