ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস এর উদ্যোগে করোনা প্রতিরোধী ভ্যাক্সিন টিকা নেওয়ার জন্য ফ্রী রেজিষ্টেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
‘করোনা ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন’ এই প্রতিপাদ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল হতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফ্রী রেজিষ্ট্রেশন শুরু হয়। ফ্রী রেজিঃ ক্যাম্পিং এ সার্বিকভাবে দায়িত্ব পালন করেছে সরকারি কেসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুমন বিশ্বাস জানান ‘জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি করোনা ভ্যাক্সিন টিকার জন্য শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশনের নির্দেশনা দিয়ে সার্কুলার প্রকাশ করেছে, এমতাবস্থায় কেসি কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের ফ্রী রেজিষ্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করেছে’। তিনি আরো জানান করোনা পরিস্থির এসময় আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা খাদ্য সামগ্রী বিতরণ, সচেতনাতমূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ সহ বিভিন্নভাবে মানুষের পাশে দাড়িয়েছি। যতদিন করোনা থাকবে আমরা এভাবেই মানুষের পাশে থাকবো।