করোনা মহামারীর ৩য় ধাপে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ’র সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকার নির্দেশের প্রেক্ষিতে আজ ঝিনাইদহে মাস্ক বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস এর নেতৃত্বে ঝিনাইদহের বিভিন্ন পাড়া মহল্লায় ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় আবু সুমন বিশ্বাস বলেন ‘ঝিনাইদহ জেলা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মহামারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ঝিনাইদহ জেলা ছাত্রলীগ মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছি। তিনি সকলকে ছাত্রলীগের সাথে থেকে এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকার জন্যও আহবান জানান। এসময় তার সাথে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।