“সবুজের অনন্যতায় স্বপ্ন হোক বাস্তবতা উপকারী বন্ধুর প্রকল্প,নেইকো গাছের বিকল্প” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলার সদর উপজেলার রতনহাট গ্রামের ড্রিমনেট সংগঠনের উদ্যগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় রতনহাট সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়েছে। সেসময় ৬ প্রকার ফলের গাছ সহ ১শ ৫০ টি ভিন্ন প্রজাতির গাছ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ড্রিমনেট সংগঠনের সদস্য বৃন্দসহ স্থানীয় প্রমুখ।