‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান এর সভাপতিত্বে ও সহ সম্পাদক সালেহ আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খালিদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মীর আবিদুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. সাইফুল মাবুদ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘দুরন্ত প্রকাশ’র সম্পাদক মিরাজ জামান রাজ সহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রমূখ ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।