ঝিনাইদহে নবাগত জেলা ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান কে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নব যোগদানকৃত জেলা প্রশাসক কে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সভাপতি এ্যাড. শেখ ওয়াসিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহিদুর রহমান (সন্টু)। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম (লিমন), মোঃ ফাইজুর রহমান, মোঃ আনোয়ার হোসাইন সহ সাধারণ সদস্যবৃন্দ। এসময় নবাগত জেলা প্রশাসকের হাতে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার কার্যনির্বাহী কমিটির নামের তালিকা তুলে দেওয়া হয় ও সংগঠনের কার্যক্রম সম্মন্ধে তাকে অবগত করা হয়। উপস্থিত কমিশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ সর্ব সাধারণের ক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়ন সহ সকল সেবামূলক কাজে নবাগত জেলা প্রশাসককে পাশে পাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।