পেয়ারা বাগান পাহারা দিতে গিয়ে খুন হলেন ঝিনাইদহের পরাজিত মেম্বর প্রার্থী
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের খাল থেকে পীর আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই উপজেলার নলভাঙ্গা গ্রামের খাল থেকে গলায় রশি বাঁধা যুবকের লাশ উদ্ধার করা হয়। সদস্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থী নিহত পীর আলী নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে। তিনি গুরুত্বপুর্ন দুইটি মামলা সাক্ষি ছিলেন। নিহতের ভাই রবিউল ইসলাম জানান, রবিবার রাতে তার ভাই পীর আলীর সাথে কথা হয়। রাতে সে পেয়ারা বাগান পাহারা দিতে গিয়ে সে আর বাড়ি ফিরেনি। সকালে খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তাকে হত্যা করা হয়েছে বলে তার ভাই দাবী করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, সোমবার রাতে পীর আলী নিজের পেয়ারা বাগানে পাহারা দিতে যায়। রাতে আর সে বাড়ী ফেরেনি। সকালে খোঁজাখুজির এক পর্যায়ে খালের একটি গাছের নিচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।