Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৮৬°সে

ঝিনাইদহে পুলিশের সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল চারটার দিকে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আয়োজনে মুনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি অমিত কুমার দাস এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: সোহেল রানা, বিশেষ অতিথি ছিলেন ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ মাসুদ লিল্টন, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের আইসি রবি শংকর নাথ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে আরো বলেন এই কুচক্রী মহলকে নিয়ন্ত্রণে ও সকল প্রকার অপরাধ দমন করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ-জনতা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ  করতে হবে।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, কিছুদিন আগে পবিত্র কুরআন কে অবমাননা করার জন্য দেশে বিভিন্ন স্থানে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে । এক ধরনের কুচক্রী মহল বাংলাদেশ সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্রে মেতে উঠেছে।  আমরা শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি। আমাদের মধ্যে একটা দন্ধ সৃষ্টি করার জন্যই কুচক্রী মহল ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আমাদের বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করছে। যারা এই কাজগুলো করছে। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কেউ আর করতে না পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাজীপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়
হেলিকপ্টারে সাবেক বিচারপতি মানিককে আনা হলো ঢাকায়
বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস
কুষ্টিয়ায় পরিবহনশ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ
সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন রিমান্ডে
সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন আটক

আরও খবর