ঝিনাইদহের বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্প্রতিবার সকাল ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সেসময় প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সম্পাদক খুরশিদ মোহাম্মদ সালেহ্, সিনিয়র সাংবাদিক ইসলাম উদ্দিন, এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, আজাদ রহমান, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিকরা বলেন, আজকের প্রত্রিকা প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সাংবাকিতা করে আসছে। তারা পত্রিকার পাতায় সঠিক খবর তুলে ধরছে দলমত নির্বিশেষে। আগামীতেও পত্রিকাটি এই ধারা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশা। এদিকে আলোচনা সভা শেষে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।