ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে র্যালীটি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মতিয়ার রহমান, সমীর কুমার বৈদ্য, মোঃ মনোয়ার হোসেন, মোঃ রবিউল ইসলাম প্রমূখ। উক্ত র্যালীতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।