ঝিনাইদহে সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে শহরের কালেক্ট্ররেট স্কুল এন্ড কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ১৫টি ইউনিয়নের ১৪৮টি ভোট কেন্দ্রের জন্য ১৫৩জন প্রিজাইডিং অফিসার,৭৬১টি বুথের জন্য ৭৮০ সহকারী প্রিজাইডং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহিনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশণা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা,উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান প্রমূখ।
আলোচনায় প্রধান অতিথি বলেন আপনারা নির্ভয়ে ভোট গ্রহন করবেন।প্রশাসন আপনাদের সকল ধরণের সহযোগিতা করবে।কোন সন্ত্রাসী বা পেশি শক্তি কাছে আপনারা নত হবেন না প্রয়োজনে ভোট বন্ধ করে দেওয়ার অধিকার আপনাদের আছে।সে কারনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।