স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সহযোগিতায় ঝিনাইদহে পিছিয়ে পড়া হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ঔষধ ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর দাখিল মাদ্রাসায় এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান। এছাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ফিরোজ আহমেদ, ইয়াসমিন, মাদ্রাসার সভাপতি আরিফ আহমেদ জনি সহ স্বানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেবা সংঘের পরিচালক আনিছুর রহমান স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সেবা সংঘের সভাপতি আমিনুর রহমান টুকু। অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে ৫০ জন হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ঔষধ ও পুষ্টিকর খাদ্যসামগ্রী, হেল্থ সেনিটাইজার, মাস্ক, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে করোনা প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।