রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ প্রণোদনা প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে হাইব্রিড ধান চাষকারী প্রত্যেক কৃষকদের মাঝে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং উফশী ধান চাষকারী কৃষকদের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।