ঝিনাইদহে জেলা ছাত্রলীগের উদ্যোগে ৪ অক্টোবর সোমবার কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট (এটিআই) এ বৃক্ষরোপণ, ছাত্রছাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ বিনয় কুমার সাহা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, যুগ্ম সম্পাদক তুহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, কাজী সাব্বিরুল ইসলাম (সাব্বির), উপ সমাজসেবা সম্পাদক মীর হাসান। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের শিক্ষক, কর্মচারী সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ এটিআই চত্বরে দুটি আমের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।