ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি এমপি এর নির্দেশে আজ ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ সরকারি কে.সি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণী কর্মসূচীতে ২০০ অসহায় শ্রমজীবি ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচী শেষে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস বলেন করোনা মহামারীতে হতদরিদ্র শ্রমজীবী ব্যক্তিদের মাঝে আমরা জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করছি। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থেকে দেশ মুক্তি না পাচ্ছে আমরা জেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট মাঠে থেকে দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকব । তিনি আরও বলেন আগামী দিনে আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা যথাসাধ্য অসহায় মানুষের পাশে থাকবো।