ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাকিম মনিরের পিএস খ্যাত রকি সহ দুইজনকে মাদক মামলায় কারাদন্ড
ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাকিম মনিরের পিএস খ্যাত হামদহ ৩নং পানির ট্যাংকি পাড়ার তুহিনুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ি ইশতিয়াক রহমান রকি সহ আরো দুজনকে মাদক মামলায় তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সকাল ৮.৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহের পরিদর্শক মিলন কুমার মুখার্জির নেতৃত্বে পরিচালিত অভিযানে রকির নিজ বাড়ি থেকে গাজা সহ তাকে আটক করা হয়। জানা যায় রকি ইতিপূর্বেও মাদক মামলায় হাজতবাস করেছে। এছাড়াও মোস্তাকিম মনিরের সাথে রকির নামে ঝিনাইদহের এক সাংবাদিকের উপর হামলার একাধিক মামলা রয়েছে। এদিকে শহরের ষাটবাড়িয়া হতে শ্রী মহিত দাসের পুত্র দিশান কুমার দাশ ও গান্না বাজার এলাকার শের আলীর পুত্র মোঃ আতিয়ার রহমান নামে দুজনকে গাজা রাখার দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযানে আটককৃতদের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। আটককৃতদের মাদক মামলায় সাজার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি। ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাকিম মনিরের কাছে মোবাইলে তার পিএস খ্যাত ঘনিষ্ঠ রকি’র এরূপ কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে, তিনি অস্বীকার করে বলেন আমার কোন পিএস নেই। তার সম্পর্কে আমি কিছু জানিনা।