ঝিনাইদহে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৭০ জন প্রবীন নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এ সময় জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন সহ প্রবীন-হিতৈষীরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরনকালে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, কোন মানুষই যাতে শীতে কষ্ট না পায় সে জন্য আমরা দিন রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছি।