জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত’র উদ্যোগে ও ঢাকাস্থ উইন্টার প্রজেক্ট’র অর্থায়নে ঝিনাইদহে অর্ধশতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় শহরের সততা অয়েল মিলস প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়। উইন্টার প্রজেক্ট কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, ঝিনাইদহের চেয়ারম্যান দীপ্তি রহমান, ঝিনাইদহ প্রেসক্লাব’র সভাপতি এম. রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু ও প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, রুপান্তর মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার রহমান ও স্থানীয় ব্যবসায়ী নেতা ফেটু জোয়ার্দার।
অতিথিবৃন্দ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় অতিথিবৃন্দ বলেন, দুরন্ত দীর্ঘ অনেক বছর অসহায়, দুস্থ, প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তিলগ্নে করোনাকালীন সময়েও সংগঠনটি ব্যপক কর্মসূচী বাস্তবায়ন করেছিলো। সাড়া বছর রক্তদান সহ খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
উইন্টার প্রজেক্ট কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করেন দুরন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট’র ট্রাস্টি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মিরাজ জামান রাজ। এছাড়াও সার্বিক ভাবে সহযোগীতা করেন দুরন্ত’র সদস্য ফয়সাল আহমেদ, খন্দকার গোলাম মর্তুজা, সোহেল রানা, আসিফ ইকবাল প্রমুখ।