দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল ভারতীয় রেফারি উপদেষ্টা (পরামর্শক) গৌতম করকে। কিন্তু নয় মাসেই বিদায় নিয়েছেন তিনি। বাংলাদেশের রেফারিদের মান উন্নয়নের জন্য তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কি মানোন্নয়ন হয়েছে তা বলতে পারবেন রেফারিরাই।
সূত্রে জানা গেছে, রেফারিদের মানোন্নয়নের আগেই বিদায় নিয়েছেন কর। সপ্তাহখানেক আগে বাফুফে সাধারণ সম্পাদককে চিঠি দেন তিনি। চিঠিতে ব্যক্তিগত কারণ উলেখ করে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান। ভারতীয় এই রেফারিং বিশেষজ্ঞের পেছনে বাফুফের মাসে প্রায় চার লাখ টাকারও বেশি খরচ হতো। অথচ, নয় মাসে প্রায় অর্ধকোটি টাকা খরচ করেও রাখা গেল না তাকে। এত অর্থ খরচ করে বাংলাদেশের রেফারিংয়ে কী পরিবর্তন বা উন্নতি হয়েছে তা জানেন না ফুটবলপ্রেমীরা।