Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৮৬°সে

পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে: কাদের

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি পিটার হাসের কাছে সকালেও নাস্তা করতে যায়, দুপুরে যায় লাঞ্চ করতে, রাতে যায় ডিনার করতে। আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখিয়েছে। তবে ক্ষমতার স্বপ্ন দেখিয়ে লাভ নেই। ফখরুল সাহেব দিল্লি বহু দূর।

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন করবেন। ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে। মির্জা ফখরুল এখনো তত্ত্বাবধায়ক সরকারে লাশ নিয়ে টানাটানি করতেছে, তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ, আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাজীপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়
রপ্তানি বন্ধ, তবু ইলিশের দাম কমছে না
নাশকতামূলক কর্মকাণ্ডে আনসারের ৩ কর্মকর্তা বরখাস্ত
মেট্রোরেল বন্ধের প্রভাব রাজধানীর সড়কে
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনা কর্মকর্তারা
হেলিকপ্টারে সাবেক বিচারপতি মানিককে আনা হলো ঢাকায়

আরও খবর