নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ পৌরসভা এলাকার খন্দকার পাড়াস্থ পৌর রাস্তার ইট সরিয়ে রাস্তা খুড়ে বাড়ির কাজ করছেন সাবেক সেনা সদস্য আশরাফ হোসেন।
সরেজমিনে দেখা যায় খন্দকার পাড়ায় নির্মানাধীন দুই তলা বাড়ির কাজ চলমান রয়েছে। সেখানে বাসার জিরোতে রাস্তার ইট সরিয়ে মাটি খুড়ে ড্রেন করে পাইপ বসানো হচ্ছে। আশরাফ হোসেন জানান তিনি একজন সাবেক সেনা সদস্য। তিনি অনুমোদন নিয়ে রাস্তার জায়গায় কাজ করছেন। তার কাছে অনুমোদনের কাগজ দেখতে চাইলে তিনি কোন কাগজ দেখাতে পারেননি। পরে তিনি বলেন চার নং ওয়ার্ড কাউন্সিলর সামসিল আরেফিন কায়সার ও পৌরভার ইঞ্জিনিয়ার এর মৌখিক অনুমতিতে তিনি কাজ করছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একবাসিন্দা জানান সেনাবাহিনী আসার পর প্রভাব দেখিয়ে এলাকার কারো কথা না শুনে অনেকটা জোর করেই তিনি রাস্তা ভেঙেছেন। এমন কি এই প্রতিবেদককে আশরাফ হোসেন রাস্তার খোড়ার ছবি তুলতেও বাঁধা দেন।
এবিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি জানান তারা এমন কোন কাজের অনুমতি দেননি। ওয়ার্ড কাউন্সিলর সামসিল আরেফিন কায়সারের কাছে মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।