ফিলিস্তিনে ইসরায়েলির বর্বরোচিত বিমান হামলা, নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকার ওলামায়ে কেরামগণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে গাড়াগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা সামছুর আলম জাহাঙ্গীর, মাওনালা আশরাফ আল ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হারুনউর রশিদ,
মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা আবু আক্কাচ আলী জিহাদি প্রমুখ।
এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।