ফরেন রেমিট্যান্স ব্যবসায় প্রত্যাশিত গ্রাহকসেবা নিশ্চিত করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের বোর্ড রুমে এমওইউ সই করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন।