ঝিনাইদহের মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের জামে মসজিদের পশ্চিম পার্শ্বে হতে বাংলাদেশী এক জন নারী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বকশিপুর গ্রামের জয় গোপাল পাল এর স্ত্রী মিনতি পাল (৫০)। আটককৃত বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়।