১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আজ বাঙালি জাতির গৌরবের দিন। মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংগঠন ‘দুরন্ত’র উদ্যোগে আজ সকাল ১০ টায় বিজয় রালী বের করা হয়। রালীটি শহরের প্রাণ কেন্দ্রে পায়রা চত্বর প্রদক্ষিণ করে।
পরে করোনা মোকাবেলায় পায়রা চত্বরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন দুরন্ত’র সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মিরাজ জামান রাজ, কোষাধ্যক্ষ আশিকুর রহমান আজাদী, নির্বাহী সদস্য তহমিনা খাতুন, উৎপল কুমার মজুমদার, উইমেন্স এইডের যুগ্ম সাধারণ সম্পাদিকা মোছাঃ মালেকা খাতুন, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভবেশন অব বাংলাদেশ, ঝিনাইদহের সভাপতি খন্দকার গোলাম মর্তুজা, কেপি বসু ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হুসাইন। এছাড়াও রালী ও মাস্ক বিতরণ কর্মসূচীতে দুরন্ত’র বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।