ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে মেয়াদুত্তীর্ন ওষুধ বিক্রি ও সংরক্ষনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে বুধবার ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার তদারকি করার সময় এই জরিমানা আদায় করা হয়। ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের আল আমিন রাজার মালিকানাধীন মেসার্স খলিলুর রহমান ও শরিফ মেডিকেলে অভিযানকালে দেখা যায় তারা এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ছাড়াও সরকার নির্ধারিত মূল্য ছাড়াও বেশি দামে ওষুধ বিক্রি করছিলেন। ফলে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১০০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে হাটে বাজারে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে মানুষকে অনুরোধ করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানের সময় ঝিনাইদহ নিরাপদ