মাগুরা জেলার মহম্মদপুরে পানিতে পড়ে মৃগী রোগীর মৃত্যু হয়েছে। আজ ২২শে জুন মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের রমজান মোল্লা নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।রমজান মোল্লা পলাশবাড়ীয়া গ্রামের আবু মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রমজান পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল।সে ছাগলের জন্য জমি থেকে পাট পাতা সংগ্রহ করতে গিয়ে বৃষ্টিতে জমে থাকা পানিতে উপুর হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পরে রমজান মোল্লার পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।